আবারো নিয়ে নিন গ্রামীণফোনের যে কোন নতুন সিমে ২০ জিবি ইন্টারনেট ও ডাটা হারানো বন্ধ করার উপায়


MTRICKGP.com Online Community <a href='http://f23.wapka-files.com/download/3/6/7/2453711_367624c6eccb77fbc993fe46.jpg/b23fc52fd9a35933c592/grameenphone.jpg'>http://f23.wapka-files.com/download/3/6/7/2453711_367624c6eccb77fbc993fe46.jpg/b23fc52fd9a35933c592/grameenphone.jpg</a>আজ আমি যেটা নিয়ে টিউন করছি সেটা নিয়ে অনেক টিউন
হয়েছে। তবু আমি একটু ভিন্নভাবে এবং নতুন ট্রিকস ব্যবহার
করছি। আশা করি পুরো টিউন না পড়ে কেউ বাজে টিউমেন্ট
করবেন না।




গ্রামীণফোন সম্প্রতি বন্ধ সিমে অফার দিয়েছে
১০.৬৬টাকায় ২জিবি ইন্টারনেট ৩জি ডাটা ফ্রি। এটা সবাই
জানি।
এরপর অনেকে না প্রায় সবাই ১০.৬৬ টাকায় ২জিবি করে মোট
২০জিবি নিতে সক্ষম হয়েছিলেন তার চালু বা বন্ধ সিমে।
কিন্তু সমস্যা দেখা দেয় অনেকের ডাটা উধাও হলে।

তো এখন আমি দেখাব কিভাবে আবার ২০জিবি ৩জি ডাটা
নেয়া যায় কোন ডাটা না হারিয়ে।
অনেক কথা হলো, এখন শুরু করা যাক-

১। প্রথমে একটি গ্রামীণ নতুন সিম কিনবেন। দাম ১০০টাকা
মাত্র। ১০ টাকা লোড দেয়া থাকে। তবে আমার কাছে নতুন
সিম আছে যার দাম ১৫০টাকা এবং ১১০টাকা লোড দেয়া
থাকবে।

২। নতুন সিমে যদি ১০টাকা থাকে তাহলে আর ১০টাকা লোড
দিয়ে নিন। আগেই ১০০টাকা লোড দিবেন না। কারণ যদি ঐ
সিমে ডাটা নাও আসতে পারে। আমি আবার বলছি এটা কোন
অফার না। জাষ্ট একটি ট্রিকস।

৩। লোড দিয়ে (অ্যাকাউন্টে ১০.৬৬টাকার উপর থাকতে হবে)
ডায়াল করুন *৫০০*৯১#।

৪। এরকম একটি মেসেজ আসবে- GP Offer থেকে-

Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet)
internet pack will be activated soon at only Tk 9
(+VAT & SD), Please wait for the confirmation
SMS.

৫। একটু অপেক্ষা করুন আরো একটি মেসেজ আসবে- ৫০০০
থেকে- After activation/deactivation of any
Internet Package, please restart your handset.
GP offers you a range of GP Internet Packages to
meet your needs. Dial *5000# or Call 5000 IVR
(free of cost) to activate GP Internet Packages. এবার ইন্টারনেট চালানো শুরু করুন। এই মেসেজটি আসলেই
আবার ডাটা নেওয়ার জন্য চেষ্টা করুন। তার আগে নয়।

৬। আর যদি এমন মেসেজ আসে- Gp offer থেকে- Dear
Customer, sorry you are not eligible to avail this
offer.
তাহলে আপনি আর পাবেননা। তবে এরকমটি খুব কম হয়েছে।
আমার একবার হয়েছে মাত্র। তবে এখন দেখবো কিভাবে এটা
থেকে বাঁচা যায়।

৭। যদি ২জিবি পেয়ে যান তবে আরো ১০০টাকা লোড দিয়ে
ফেলুন। লোড দিয়ে একটানা ৯বার করে মোট ১০বারে ২০জিবি
ইন্টারনেট নিয়ে নিন। যদি ১/২ বার কিনে আর না কিনুন
পরে আর নাও পেতে পারেন।

৮। কেউ ডাটা কিনেই মেয়াদ বাড়ানোর জন্য কিছু করবেন
না। Wowbox, Flexiplan কোনটি ব্যবহার করবেন না।

৯।ডাটা কিনে কেউ সিম অব্যবহ্রত বা রেখে বা বন্ধ করে
রাখবেন না। এতে ডাটা উধাও হতে পারে।

১০।ডাটার মেয়াদ ২৮দিন। ডাটা দেখার নিয়মঃ
*৫৬৬*১০# এবং ফেইসবুক ডাটাঃ *৫৬৬*১#। বিঃ দ্রঃ- কারো ডাটা না আসলে আমি দায়ী থাকবনা। তাই
দেখে শুনে কাজ করুন।
ধন্যবাদ সবাইকে টিউনটি পড়ার জন্য। সমস্যা হলে
টিউমেন্ট করুন। না জেনে টিউমেন্ট করবেন না। কাজ হলে
টিউমেন্টে জানাবেন।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »