ঠোঁটের কালো ভাব দূরীকরণের কার্যকরি উপায়

অনেকে বলে থাকেন ছোট বেলায় বেশি লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যায়। তা সেটা সত্য হোক বা ভ্রান্ত ধারনাই হোক, ঠোঁটের চারপাশ কালো হয়ে গেলে মোটেও ভালো দেখায় না।


তাহলে জেনে নিন ঠোঁটের কালোভাব দূরীকরণের সহজ ও কার্যকর তিনটি উপায়:
  • লেবু - মধু: এক টুকরো লেবু চিপে রস নিন। এতে এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। লেবু মধুর এই প্যাক প্রতিরাতে ঠোঁটে লাগান। ৩০মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালোভাব দূর হয়ে যাবে।
  • অলিভ অয়েল - গোলাপ: একটা বাটিতে বা বোতলে অলিভ অয়েল নিন। তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে দিন। এই তেল লিপ বামের বদলে ঠোঁটে লাগান। ধীরে ধীরে কালোভাব গায়েব হয়ে যাবে।
  • সাদা টুথপেস্ট: রাতে ঘুমানোর আগে অল্প একটু সাদা টুথপেস্ট ঠোঁটের কালো অংশে ম্যাসেজ করে নিন। সকালে ধুয়ে ফেলুন। কালোভাবে আস্তে আস্তে চলে যাবে।
এছাড়া লেডযুক্ত লিপস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন। এই লিপস্টিকগুলো ঠোঁট কালো করে ফেলে। দুই সপ্তাহ পরপর একটু পানি আর চিনি গুলে স্ক্রাব বানিয়ে ঠোটে দিন। এই স্ক্রাব ঠোটের ডেড সেলগুলোকে তুলতে সাহায্য করে।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »