কথা হলো ফ্যাশন হাউস ভায়োলা বাই ফারিহার ডিজাইনার ফারিহা তাসমীনের সঙ্গে। গরমের দিনের জন্য ম্যাক্সি ড্রেস খুব উপযোগী ও আরামদায়ক একটি পোশাক এবং একই সঙ্গে এটি খুব শৌখিন, বললেন ফারিহা। ভায়োলা এবার এনেছে নানা নকশার ম্যাক্সি ড্রেস। গলার কাটে ভি আকৃতি দেখা যাচ্ছে, রয়েছে বেবি কলার এবং হাই নেকও। লেসের ব্যবহার করা হচ্ছে, থাকছে রং-বেরঙের বোতামের নকশাও। কোমরে ইলাস্টিক অথবা স্ট্রিং দেওয়া হয়েছে, যেন প্রয়োজনমতো ঢিলে বা আঁটসাঁট করে নেওয়া যায়।
ডিজাইনার মায়া রহমান জানান, দিনের বেলায় হালকা রং এবং রাতে গাঢ় রঙের ম্যাক্সি ড্রেস বা লং ড্রেস পরা যেতে পারে। তাঁর ফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে নানা প্যাটার্নের ম্যাক্সি ড্রেস। টাইডাই, শিবোরি, প্যাচওয়ার্ক ও মার্বেল ডাই করা হয়েছে এতে। এই ধরনের পোশাকের প্যাটার্নের জন্য লিনেন, জর্জেট ও নেটের কাপড় সবচেয়ে উপযোগী। কয়েক ধরনের কাপড় একসঙ্গে ব্যবহার করেও নকশায় বৈচিত্র্য আনা হচ্ছে। রাতের দাওয়াতে পরার জন্য তারা কিছু লং ড্রেস নকশা করেছেন, যার হাতে ও গলায় থাকছে হালকা জারদৌসি কাজ। পোশাকের গলার কাটেও থাকছে বৈচিত্র্য।
কোথায় পাবেন
ম্যাক্সি ড্রেস পাবেন ড্রেসিডেল, ভায়োলা, এরা হাউস, আরবান ট্রুথ, একস্ট্যাসি, সিকোসো, বসুন্ধরা সিটি, নিউমার্কেট ও ঢাকা কলেজের বিপরীতে বদরুদ্দোজা মার্কেটে।
যেমন সাজ
এ ধরনের পোশাকের সঙ্গে পাশ্চাত্য ধাঁচের সাজই মানাবে, বললেন মায়া রহমান। রাতের দাওয়াতে চুলটা একটু এলোমেলো ঢঙে বাঁধতে পারেন। দিনের বেলায় একটা পনিটেইল করে নিলে ভালো দেখাবে। চাইলে ছেড়েও রাখতে পারেন। এখন মালা পরার খুব চল এসেছে। এই পোশাকের সঙ্গে বড় মালা অথবা বিব নেকলেস ভালো দেখাবে। মায়া রহমানের মতে, ঠিকমতো ক্যারি করতে পারলে সব উচ্চতার মেয়েদের এই পোশাকে মানিয়ে যাবে।
আমাদের লেটেষ্ট আপডেট গুলো পেতে আপনার ই-মেইল দিয়ে সবাস্ক্রাইব করুন